খোকার মন (২)
কৃষ্ণ কামাল


খোকা বাগানে বসে
করে ফুল নিয়ে খেলা
তার খেলা শেষ হয়না
শেষ হয়ে যায় বেলা।
কত পাখির কিচি মিচির
গাছের ডালে ঝগড়া করে
খোকার খুব ইচ্ছে করে
গাছে চড়ে আনি ধরে।
মনে মনে ভাবে খোকা
যদি হতাম পাখি  
তবে ওই স্কুলের পড়ায়
দিতাম কত ফাঁকি।
নিত্য দিন সকালে উঠে
বকুনি খায় খোকা
স্কুলে তে না গেলে
বড়ো হয়ে হবি আস্ত বোকা।
এগুলো সে রোজই শুনে
লাগে না তার গায়
কত লোকে কত কি বলে
খোকার কি আসে যায়।