খোকার রাগ
কৃষ্ণ কামাল


সে ছোট এক খোকা
সে নয়তো মোটে বোকা।
তার থেকে তার রাগ বড়ো
সে রাগলে কে তাকে ধরো।
এক ছুটে বাগানে গিয়ে রেগে
ছোট্ট মাথায় বুদ্ধি ওঠে জেগে।
রেগে কয়েকটা গাছ দিলো ছিঁড়ে
এক ছোট্ট গাছে চড়লো ধীরে ধীরে।
রেগে সে চোখ মুখ বাঁকায়ে
পাখিদের কে গলা ছিঁড়ে হাকায়ে।
তবুও তার রাগ কমে না
রাগ না কমলে বাড়ি যাবে না।
গাছ থেকে নেমে এক ছুটে আরে
গিয়ে দাঁড়ালো বড়ো পুকুর ধারে ।
ঢিল কুড়িয়ে পুকুরে ছুড়ে মারে
তার ওই ছোট্ট ঢিলে মাছ কি মরে।
এক পথিক তার সামনে ফেরে
পথিক বলে ওই তুই কেরে।
খোকা বলে আমি খোকা
পথিক বলে কি করছিস একা।
খোকা বলে রাগ করেছি
পথিক বলে তবে ধরেছি।
পথিক বলে যে খোকা রাগ করে
আমি তাকে নিয়ে যাই ধরে।
ওই কথা শুনে ছুটে মারে
মা মা বলে মা কে জড়িয়ে ধরে।
মা কে সব কথা বললো খোকা
শেষে বললো আমি নই বোকা।