কুঁড়ে
কৃষ্ণ কামাল


নাম তার কুঁড়ে নয়
সে কর্ম ভয়ে কুঁড়ে ,
কাজ কর্ম করেনা সে
বেড়ায় কেবল ঘুরে।


কাজের কথা বললে তারে
বেজায় যায় চোটে ,
তাই তার আসল নাম
বাদে কুঁড়ে কুঁড়ে রোটে।


এক গ্লাস জল যদি খায়
কেউ তুলে দিক মুখে ,
এরে ওরে ফরমাশ করে
আছেই বড়ো সুখে।


হিসেবে মতো লোক চাই
তার দশ - বারো খানা ,
তার সকল কাজে লোক রাখা চাই
তার হাত লাগানো মানা।


ঘরের সবাই তারে দেয়
যত প্রকার গালি ,
গালি শোনা তার অভ্যাস
যতই দাও হজম করে খালি।