খোকা ও ঝড়
কৃষ্ণ কামাল


ওই দূরে ………………
কালো মেঘ ঠেলে আসছে ঝড়
সকলে ছুটেছে নিজ নিজের ঘর ।
এক ছোট্ট খোকা দাঁড়িয়ে উঠানে
তাকায়ে সেই ঝড়ের পানে ।
বলে ওই ঝড় তুমি ছুটছো কেনো
তোমায় কি কেউ তেড়েছে হেনো।
ঝড় হু হু শব্দে ছুটে চলেছে
খোকা ভাবে হু হু করে হা বলেছে।
খোকার মা বলে খোকা ঘরে আয়
খোকা বলে থামো দেখি ঝড় কই যায়।
ছুটে গিয়ে মায়ের কাছে
বলে মা ওরে কে রাগিয়াছে।
মা শুনে হেঁসে বলে সত্যি তুই বোকা
ওরে কে রাগাবে ও কি তোর মতো খোকা।
ওর যে অনেক শক্তি কে ওর সাথে লড়ে
ওকে দেখে সবাই ছোটে নিজ নিজের ঘরে।
খোকা শুনে হা করে মুখখানা
খোকার তো এই গল্প ছিল না জানা।