মেঘ কেন ডাকে
কৃষ্ণ কামাল


কালো মেঘে আকাশ ঢাকা ,
শুরু হলো মায়ের ডাকা।
খোকা কোথায় করিস খেলা ,
ফিরে আয় এই বেলা।


খোকা করে ছুটোছুটি ,
ধুলায় খায় লুটোপুটি ।
মায়ের হাতে দেয় না ধরা,
শুরু মেঘের ডাক পাড়া।


যখন মেঘ গর্জে উঠে ,
খোকা মায়ের দিকে ছোটে।  
মা খোকা কে নিয়ে কোলে ,
দৌড়ে ঘরের দিকে চলে।


খোকা বলে মা মেঘ কেন ডাকে ,
তুমি গিয়ে জিজ্ঞেস করো তাকে।
মা বলে সে তো অনেক উপরে
আমার কথা শুনবে কি করে।  ,