আমার মা
কৃষ্ণ কামাল


যদি কখনো মা হারাই
তবে মা বলিয়া ডাকিবো কাকে
কোথাও যদি ছোট পাই
সবার প্রথম ডাকি মাকে
আবার কোথাও ভয় পেলে
মা মা বলে চিল্লে ছুটি
মা তো আমার সাহস
মায়ের মতো পাবোনা দুটি
মা আমার সাথেই থাকে
আমার সকল সুখ দুঃখে
আমার যত বিপদ আপদ
সবই আমার মা -এই  দেখে
যখন আমার খিদা লাগে
শুধুই মায়ের পিছু ধরি
মা বাজার থেকে ফিরলে
পরে ব্যাগ নিয়ে হুড়াহুড়ি
যেদিন বাজার করে টাকা বাঁচে
সকলের প্রিয় খাবার আনে
কোন খাবার টাকার প্রিয়
সেটা কেবল মা -এই জানে
কেউ হবে না মায়ের মতো
যেভাবে মা আগলে রাখে
সে পায়না মায়ের আদর
যে অভাগার মা না থাকে
জানি মা অনেক ভালোবাসে
তা বলে বাবার কথা কি ভুললে চলে
বাবার অবদান শেষ হবে না
যদি আমায় লিখতে বলে।।
।।