রাত জাগা (পর্ব -২)
কৃষ্ণ কামাল


রাতে জাগে বাড়ির সামনে
পোষা সকল কুকুর গুলি,
ঘেউ ঘেউ করে ডেকে ওঠে
যখন আমি হেঁটে চলি ।
আবার ওরা ডেকে ওঠে
সকলে সব দলে দলে,
তখন আমি বিছানা ছেড়ে
দেখি পথের ধারের জানালা খুলে ।
দেখলাম আমি ভালো করে
জোৎস্নার ওই আলোতে,
কুকুরের ডাক শুনে
কয়েকজন কে যেন পালাতে।
ভাবলাম আমি ওরা কারা
দেখতে কেমন মানুষ মতো ,
তাহলে এরাও হয়তো সবাই
প্রতি রাতে  জাগে কতো ।
যদিও আমার কবিতা
কেবল রাত জাগা নিয়ে,
কি হবে ওই মানুষ গুলির
আসল পরিচয় দিয়ে ।।
।।