আমাদের গাঁ


নদীর ধারে গাঁ আমার
সবুজ গাছে ঘেরা।
নাই কোনো ঝগড়া বিবাদ
আমার গাঁ টাই সেরা।
আমরা সমবয়সী সকল
একসাথে ছুটে বেড়াই।
কোনো খারাপ কিছু করিনা
মোরা গালি গালাজ এরাই।
একই সাথে যাই স্কুলে
একই সাথে আসি।
মোরা গুরুজন ভাই বোন
সমান ভালোবাসি।
হিংসা কভু নাহি করি
নাহি কভু মারামারি ।
যদি কখনো রেগে যাই
তবে তোদের সাথে আড়ি।
রবিবার সারাদিনটা
খেলাতে পুরো জমে ওঠে।
আবার সন্ধ্যায় হাত পা ধুয়ে
সবাই পাঠশালায় ছোটে।
পাঠশালায় লেখা পড়ায়
ডাক পড়াতে ভালো লাগে।
তালে তালে ডাক পড়ি সব
কেউ পরে নয় কেউ আগে।
কখনো কখনো সুর করে
সব ডাক পড়ে ফিরি বাড়ি।
গাঁয়ে আছে মহাজনের
দুটি মাত্র গরুর গাড়ি।
গাড়ি বোঝাই ধান
আসছে মহাজনের ঘরে।
পিঠে পুলি খাবো সবাই
কয়েকদিন পরে।
এই সব আমার কল্পনা
ভাবি এমন গাঁয়ে ফিরে যাই।
পাবেনা আর ফিরে সে গাঁ
এমন গাঁ আর নাই ।