পাখির স্বাধীনতা
কৃষ্ণ কামাল


আকাশে উড়ে যাও পাখি,
তোমার কোনো বাঁধন নেই
তোমার কোনো সীমা নেই,
তোমার কোনো সংসার নেই
তুমি যেখানে চাও যাও,
তুমি যা চাও করো
তোমার কোনো শর্ত নেই,
তোমার কোনো ভয় নেই


আকাশে উড়ে যাও পাখি,
তোমার কোনো দুঃখ নেই
তোমার কোনো চিন্তা নেই,
তোমার কোনো ব্যথা নেই
তুমি যেখানে চাও থাকো,
তুমি যা চাও গাও
তোমার কোনো বিরহ নেই,
তোমার কোনো মান নেই


আকাশে উড়ে যাও পাখি,
তোমার কোনো দ্বন্দ্ব নেই
তোমার কোনো শত্রু নেই,
তোমার কোনো মিত্র নেই
তুমি যেখানে চাও দেখো,
তুমি যা চাও ভালোবাসো
তোমার কোনো ঘৃণা নেই,
তোমার কোনো মায়া নেই


আকাশে উড়ে যাও পাখি,
তোমার কোনো জীবন নেই
তোমার কোনো মৃত্যু নেই,
তোমার কোনো পুনর্জন্ম নেই
তুমি যেখানে চাও রইলে,
তুমি যা চাও পাও
তোমার কোনো আশা নেই,
তোমার কোনো নিরাশা নেই