প্রকৃতির স্বাধ
কৃষ্ণ কামাল  

আকাশে ঘন কালো মেঘ
হাওয়া ওই বদলে ঝড়,
গরু নিয়ে ফিরছে রাখাল
সকল গিয়াছে নিজ ঘর।
আমি বসে পথের ধারে
এই প্রকৃতির স্বাধ নিচ্ছি ,
খুকি উঠানে করছে নাচ  
খুকিটা বড়োই পিচ্ছি।
ঝিম ঝিম করে তক্ষনাৎ
নেমে এলো যে বৃষ্টি ,
গাছেরা সব করছে স্নান
ভাবি কি অপরূপ সৃষ্টি।  
ছাতরা পাখিগুলো ছাদের
রেলিংয়ে বসে ভিজছে ,
খুকি একবার বারান্দা আর উঠান
এমন ভাবেই ছুটছে।
খুকির মা হাঁকায়
বৃষ্টিতে ভিজছো কেনো,
সে লাফিয়ে লাফিয়ে বৃষ্টি ভেজে
সে কিছুই শোনেনি যেনো।