সু-কন্যা
কৃষ্ণ কামাল


আছে এক সু-কন্যা
পড়াশোনা ভালো লাগেনা,
কেবল চায় ঘুরে বেড়াই
পড়ার কথা মনে থাকেনা।
সারা দিন টিভি দেখে
টিভি থেকে চোখ না সরে,
কারো কথা নেয়না কানে
কে তাকে বকে কে বা ধরে।
সে বসে না কখনো নিজে
পড়তে হোক বা লিখতে,
ভালো লাগেনা পাঠের পড়া
ইচ্ছে অন্য কিছু শিখতে।
আজকে সে বসেছে পড়তে
দেখি বই খাতা খোলা পরে,
পাখা লাইট সব চলছে
কই সু-কন্যা নাই ঘরে।
বাড়ির সবাই তারে খুঁজে
অনেক খোঁজের শেষে ,
সু-কন্যা খোঁজ মেলে
ফোন নিয়ে ছাদে বসে।