স্বপ্ন -২
কৃষ্ণ কামাল


স্বপ্ন তেমন দেখিনা আমি
তবে যখন দেখি
বনের মাঝে ঘুরছি একা
সেটাই লেখা লেখি।
গাছের আড়ালে লুকায়ে
চক্ষু চড়কগাছ করি
দেখিলাম ওই ফুলের বনে
নামিছে কয়েকটা পরী।
এখানে চুপ থাকিবনা
মনের ভাব প্রকাশ করি
ইচ্ছে করে রাখিবো বেঁধে
কিন্তু কেমনে তাদের ধরি।
কি অপরূপ দেখিতে তাদের
যেন আলো ছড়াচ্ছে
মনে লাগে ভয় ওরা কি
আমায় দেখতে পাচ্ছে।
যখন এমন মনে ভাবা
পিছনে দাঁড়িয়ে এক পরী
কোন ভাষায় ডাকলো তাদের
আমায় আসিলো ঘিরে এক সারি।
ভয়ে ভয়ে জিজ্ঞেস করি
বাংলা ভাষা বোঝো
তোমরা হলে স্বর্গ পরী
বনের মধ্যে কি খোঁজো।
একজন বলে আমরা
সকলে তোমার অপেক্ষায়
শুনে আমার দম বন্ধ
ভাবি বুঝি ধরে নিয়ে যায় ।
সেই ভেবে লাফ দিয়ে
খাট থেকে পরে
ঘুম গেলো ভেঙে
দেখি আমি আছি ঘরে।