তোমার ন্যায্য
কৃষ্ণ কামাল


তোমার ন্যায্য তোমার হাতে
আমার ন্যায্য কই,
তোমার ঘরেতে গোটা লাইব্রেরি
আমি পাইনা পড়ার বই।
তোমার গৃহে গোটা রেস্টুরেন্ট
আমার ঘরে ডাল ভাত ,
তোমার নরম বালিশে মাথা
আমার বালিশ নিজের হাত।
তোমার বাড়ি অট্টালিকা
আমার মাটির খড়ের ছাউনি ,
তোমার প্রাপ্য তোমার কাছে
আমার প্রাপ্য আমি পাইনি।
তোমার দেওয়ালে বনের রাজা
প্রজা জীবিত হয়ে ঝুলছে ,
আমার বাড়িতে পোষ্য কুকুর
মৃত প্রায় আধপেটা গিলেছে।
তোমার অনেক নোটবুক
আমার এক নোটবুকে লেখা ,
তোমার চোখে হাজার স্বপ্ন
আমার একই স্বপ্ন বারংবার দেখা।