তোমার শহর আজ জোনাকি  হয়ে উড়ছে রাতের কফির কাপে । আমি একান্ত নির্লজ্জ সময়ের খবর রাখি আনাচ কানাচ ।
প্রতিবার তোমার ভালোবাসায় প্রিয়তম জন্ম নেয় , প্রথমবারের শুদ্ধতায় নির্মল পদ্ম । পর্দার নীল নামিয়ে দি , বয়ে চলে বসন্তের বাতাস ।  এলোমেলো আরেকটা প্রথম বরষার বৃষ্টি ছুঁয়ে ফেলছে পারাপার , চরাচর । আহত আমি ভেবে নি আমি একা,  আমাকে স্পর্শ করেনি কোন পুরুষ । একটা সুচিস্নিগ্ধ মৃত্যু গ্রাস করুক আমার আত্মা কে,  আমি ফিনিক্স হয়ে সপ্নদেশে উড়ে যাই বরাবর ॥