গ্যাস বাতির নিচে দেখেছিলাম তোমায়.
চিলেকোঠা তে পরে ছিল হলুদ হয়ে যাওয়া মন ,ছেঁড়া পাতা কথা, আর নিঃশব্দ কান্না.
রাত এর প্রহর যখন নিশ্চুপ , জুঁই এর গন্ধ অবশ করছে চেতনা কে..
আরও এক শতাব্দী তোমার উষ্ণতায় খুঁজে নেব চেনা অভিমান.
ঝিম ধরা দুপুরে জং ধরা এই বুকে , আতিশয্য র শব্দ ঘুরে বেড়াবে..
ভালবাসার ছাদে নামবে বৃষ্টি.
নির্বাণ স্নান করব তুমি , আমি ও সেই নীলকণ্ঠ পাখি.