অহং-বোধের ধন


মধু মাখা ত্যাগের নাম
তুই বলবি কবে মন
কতদিন রাখবি ধরে
অহং -বোধের ধন।


বেলা গেল সন্ধ্যা হোল
আর আসে না আপনজন
প্রাণের মাঝে সদাই কাঁদে
অহং- বোধের ধন।


দোর তো আছে খোলা
তবু বাইরে থাকি বহুক্ষণ
আটকে রাখে প্রাণের খাঁচা
অহং- বোধের ধন।


নিজের তোমার নেইকো কিছু
এ ধরায় আছো যতক্ষণ
পাবি সবই ছাড়িস যদি
অহং- বোধের ধন।