এখনো বলতে হবে ভালোবাসা বিক্রি হয়নি-
যখন আমার সব কিছু আমার কাছেই নেই
নিজেকে বলতে পারব না-আমিই আমার !


তুমি দাওনি কিছুই বরং নিয়েছ অগাধ
পাওনা নেই লেখা তোমাৰ ভর্ত্তি-করা ঝুলিতে,
দিয়ে দিয়ে আমি মনেমনে ভিখারি দাতা
হৃদয়কে আগলে রাখি রূপের জংগল থেকে ।


পৃথিবীর রূপকে আকাশ রেখেছে ঢেকে,
আমি হারিয়েছি মূল্যবাণ সব –হৃদয়হীন শব
যা ছিল গর্বের বিধাতার সম্পদ
তোমার ভোগের রঙ্গীন হারেমে
আর আমার অনিচ্ছুক আত্মার আর্তনাদ
তোমার লোলুপ পৌরষত্বের কাছে।


গরীবের রূপকে ভালোবাসার প্রলোভনে
আমাকে করেছ দিনরাত্রি দেহের সঙ্গী,
বোধহীন শব যেমন নিরুপায়
আমি ভোগের সামগ্রী কামনার উদ্যানে-
ক্ষণিক সুখের ফল-ফুলে তুমি উন্মাদ।
শরীর-বোধনে প্রেম গুনছে প্রমাদ
এখনো বলবে চুরি যায়নি বিক্রি হয়নি
কোন কিছুই ভালোবাসার মন্দিরে,
আমি বেঁচে আছি তোমার ভোগের শয্যায়
অলংকার-হীন প্রতিমা হয়ে তোমাকে দেহ দিতে।


অভিশপ্ত রূপ বিদায় হলে বাঁচি দেহের সঙ্গে
তাই,হৃদয়কে আগলে রাখি রূপের জংগল থেকে ।