মাঘের শীতে অল্প রাতে
ঘুম জড়ানো ঘুমের ঘনঘটা,
জাগিয়ে রাখে ঘুমের সাথে
অলস হবার  উৎসাহটা।


হারিয়ে  যেন শীতের  দেশে
রাতটা কাটুক লেপের  নিচে,
না শুনে কিছু ঘুমের  ছদ্মবেশে
উঠবো দিনের আলোর পিছে।


রাত নিয়ে  নেয় দিনের প্রহর
অলস লাগে কাজের  সময়,
শীত  না গেলে ঘুমের  বহর
চোখ না ছেড়ে হবে সদয়।


শীতের  আমেজ কমলে পরে
ছাড়বে দেহ লেপের সঙ্গ,
ঘুমের দাপট কমবে ভোরে
অলস ঘুমের নেশা ভঙ্গ।