এখনো কমেনি আকাশে বাতাসে
অভুক্তদের ক্ষীণ আর্তনাদ
শোনা যায় আত্মহত্যা ক্ষুধার মর্গে,
রঙ্গিন আলোয় মোড়া বিলাসী পানশালায়
খাদ্যের অপচয়ও উল্লাসে হাসে গঙ্গার গর্ভে।


আইন সভায়  যতই  আওড়াও
উন্নয়ণ-তত্ত্বের মহাভারত
অভুক্ত অনেক গ্রাম শহরে-শুধু নেই খবরে,
চাপা সব সেবার দপ্তরে তত্ত্বের কৌশলে
ক্ষুধাহীন দেশ বেঁচে আছে উন্নত শহরে।


অতিথি আপ্যায়ন গরীব সংসারে অঘটন
শহরের চোখে অচেনা পল্লীর রাত,
ভয়ানক ক্ষুধায় অভুক্ত শরীর হয়েছে কাত
পেটের মাঝখানে যেন ভাঙ্গা উৎসব
রাত আর ভোর এক করেছে একফালি চাঁদ
নূতন সূর্য্যের পিছে ক্ষুধার রাজত্ব
পাশ ফিরে শুয়ে আছে বিলাসীদের অপচয়।