আনন্দে যাকে এনেছ ঘরে
আপন থেকে আপনার তরে
লহ তার দেয়া জীবনের দান,
বিঘ্নে অবহেলা নয়-করো অনুমান
সে অপমান নয়-তার অভিমান।


ভালোবাসা দিয়ে বেঁধেছ যাকে
সব কিছুর ফাঁকে লক্ষ্য তাকে
হৃদয় বীণায় দিয়েছ আপন সুর,
বাজুক জীবন-ভোর সুমধুর
চলুক পথ হোক সে যতই দূর ।


শুন্য গৃহে যখন ছিল না কিছু আপন
সে যে দিল প্রাণে জীবনের ধন
না চাহিতে যাহা করল আকুল,
রাখিব কোথায় তারে মন যে ব্যাকুল
কে আছে মোর গৃহে তার সমতুল!