আবার কি এগোবে সে জীবন
করোণার আবদ্ধ কারাগার ছেড়ে
পুরাণো দিনের সকাল সন্ধ্যায়।


মৃত্যুর থেকে মৃত্যু ভয় ভয়াবহ
জীবন ছেড়ে জড় জীবনে
যাওয়া আসা নিত্ত অহরহ,
অন্তরের ভালোবাসা এতই আকূল
সঙ্গ ছাড়া সব যেন রঙ্গ ভঙ্গ
দূরত্ব ঘোচাতে মন বড়ই ব্যকুল।


বিচ্ছেদ নেই তবু মিলন বহুদূর
গোপন দেয়া নেয়ার গোপন ব্যথা
আপনাতে না বাজায় আপন সুর,
হবে কিনা কখনো আবার দেখা
না-বলা অভিমান-ভরা বেদনায়
রবে অব্যক্ত নয়ণের অশ্রুরেখা।


আবার কি কোন অজানা দিনে
করোণার শেষ নিশ্বাশের ক্ষণে
দেখা হবে দুজনে মহুয়ার বনে-
সোনালী বিকালের রোদে
হঠাৎ ফিরে পাওয়া সেই অনণ্য
দু-মুঠো নরম ভালোবাসায় ধন্য
না-দেয়া প্রেমের আলিঙ্গন খানি
রেখে দুরে অশনি অপেক্ষার বাণী।