অহেতুক প্রশ্ন বাঁচার পথে
দেশ আটকে নেই ব্যক্তিতে
জীবন কারারুদ্ধ স্বাধীন কর্মে,
ব্যক্তি  মূল্যহীন প্রয়োজনে
আবার মুল্যাতীত অযতনে
তবু বাঁধা সে দ্বিধাহীন ধর্মে।


কেউ কেউ  মুক্ত সবাই  নয়
কেউ অসহায় কেউ ভয় হীন
যারা মুক্ত তারা  নিরুপায়,
তারা  মুক্তি-হীন ভয় -শুন্য
যারা কাজে অকাজে অগ্রজ
জানা অজানা কর্মেই মৃতপ্রায়।


বাঁচার নাম জীবন -ধরণীতে
কর্ম সংসারের মতো আত্মীয়
ভাঙ্গা গড়ার খেলাঘর আপন হাতে,
নদীর এপার ওপার সাজানো সংসার
যাই আসি জীবনের নৌকা নিয়ে
কাটে প্রহর সকাল সন্ধ্যা অশ্রুপাতে।


ক’জন আছে শুধু কর্মপাতে জীবন
গড়ছে আপন দেশের মান-অভিমান,
ত্যাগের মাঝে হারিয়ে হবে ভিক্ষুক
বন্দনায় রাখবে দেশ মায়ের সমান।