আমার ভালোবাসার বারান্দায়
আর কোন জোৎস্নার আগ্রহ নেই,
বসন্ত যায়  - গ্রীষ্মের পিছনে বর্ষা
কখনো আগে কখনো পরে
কোন  নিয়মী ঋতুরই নেই ভরসা।


যৌবন চলে গেছে বার্ধক্যর দোরগোড়ায়
পূর্ণিমা ঢেলে সাজছে নূতন রূপে,
জীবনের শেষ সোপান যৎসামান্য দূরে
জোৎস্নার সাবলীল পুলক নেই মনে
আমি চেয়ে থাকি বারান্দায় নি:শব্দে।


সাদা মেঘ এখন প্রায়ই আকাশে ঘোরে
অভিমানী জোৎস্নার বিরহ নেই বারান্দায়,
মৃত্যুকে হাতছানি দেয় অচেনা অঘটন
মলিন গ্লানি ঢেকে দেয় জোৎস্নার শুভ্রতা
শুনি শুধু কান্নার  সুর - না থামার বন্ধন।


বুঝতে পারি -  ওখানে রোদ লাগে ফ্যাকাশে
জোৎস্না পালাতে চায় পূর্ণিমার আকাশে
আমারই সাথে মৃত্যু চায়- অজান্তেই
আমার ভালোবাসার বারান্দা।


বর্ধমান
১৬/০৬/২০২১