সে ধর্ষক আর ধর্ষিতা নেই ধরণীতে
তবুও তাদের বিচার !
ফিরবে কি চাঁদ মেঘভরা আকাশেতে ?


দুই নৃশংসই বোধের আকাশে
দিয়েছে বিদ্যুতের চমকানি-
আইন আদালত পেয়েছে হঠাৎ
পৌষে শিশির কুয়াশার সাড়া,
কম্বল টেনে শরীরের কাছাকাছি
সমাজের আক্রোশ রাস্তায় রাজপথে
প্রহর গুনছে ভালো মন্দর আদালতে
কোথায় বেঁচে ন্শাসনের ধারা।


তবুও বিচার আইন রক্ষায়
আপোষ মিমাংসার আদালত
দোষারোপ ভৎসনার মহাকাব্য
চলবে মানুষ ভোলাবার জনমত,
ধর্ষিতার নেই কিছু হারাবার
সমাজ কাঁদছে আইনের বাসর ঘরে
আদালতের কপালে বিরম্বনার ভাঁজ
বেআইনই নিয়েছে ধর্ষক বিচারের কাজ।