আমার জগৎকে তোমার মনে নেই!
ভেঙ্গে দিয়েছিলাম আপন হাতে
আমাদের সেরা ভালোবাসার প্রাণকে
সেই মিলনের বাসর ঘরে নিশুথি রাতে।
তুমিও বাধা দাওনি একবারও
জীবনকে নিয়ে ছিনিমিনি করতে -
আর এক মুহূর্তও সময় না নিয়ে
ফিরিয়ে দিয়েছ একমুঠো ঘৃণা অপমান,
আপন নয়নের অশ্রুপাতে
দুজনার ভুলের মাশুল দিতে।
সেই মিলনের বাসর ঘরে নিশুথি রাতে।


বাকি সব থাকুক তোমার হাতে
তোমার মতো করে ভালোবাসাকে
সাজিয়ে তোল তোমারই করে
আপন মনে সারা জীবন ধরে-
তোমার প্রতিজ্ঞার বরণডালা,
ভাবছ -জীবনকে আড়ালে সরিয়ে
ভুলতে পারবে প্রাণের জ্বালা!


প্রেম থাক তোমার অর্ধেক শাসিত জগতে
অর্ধেক থাকুক ঊষর মরুভুমিতে,
ভালোবাসা থমকে আছে  - দুজনার মাঝে
ঈর্ষা মেশানো দুজনার ভুলের সাজে।
চেনা যাবে দুজনার দুই পৃথিবী
প্রেম-নদীর এপার ওপার যতই ভাবি-
ভালোবাসায় একটাই চলার পথ - দুজনার শপথ ।


বরং এসো ভাঙ্গতে ভাঙ্গতে যদি গড়তে পারি
সেই আমাদের ভালোবাসার ছবি -
পুরানো স্মৃতি-ঘেরা নেশায় দিশেহারা
দুই দশকের ফাঁকে হারিয়ে যাওয়া
কিশোর-কিশোরীর বুকে বাঁধা চেনা পৃথিবী।
বরানগর / ১২৴০৪৴২০১৮