দারিদ্র্য কোথায় !
এক বেলা না খাওয়া অভাব নয়
শরীর রক্ষ্মর বিলাসিতা।
অট্টালিকার অধিবাসি অনেকের অভ্যাস
তারা অভাবে নয় - সখে বা পরামর্শে
জীবন যাপন দেশের স্বার্থ রক্ষ্ময়।


শহরের  ফুটপাতে বা গ্রামের কুঁড়েঘরে
একবেলা না খাওয়া মানেই রাজনীতি,
কিছু অভুক্তর অর্থ- দেশের সম্পদ বৃদ্ধি
শিক্ষার আলোয় বিচার  হোক সামগ্রীক
বিক্ষিপ্ত ঘটনার নয় চুলচেরা  বিচার।


দারিদ্র্য  কোথায় !
দিবা স্বপ্নে বিভোর নিন্দুকরা,
অভুক্ত  অনাহার দারিদ্র্য- রাজনীতির ভাষা
আইন সভায় নথি নেই -অসাম্য বোঝা  যায়
গ্রামে শহরের  মানুষের চেহারায় শুস্ক লালিত্য
অচেনা মলিন অমসৃণ বস্ত্র।


দেশের হত দরিদ্ররাই দেশ চালায়
বুদ্ধিমান বুদ্ধিজীবিদের হিসেব-
কারণ না বুঝে ওরা নির্বাচনের লাইনে
বোমা লাঠি সোটা খেয়ে কেউ জীবন দেয়
পবিত্র সরকার গড়ে ঘরে তুলে রাখে
আগামী পাঁচ বছরের শোষণের ক্যালেন্ডার ।


দারিদ্র কোথায়!
কিছু হয়রানি আছে-নাম তুলতে হবে
সরকারি প্রকল্পে বদান্যতার জন্যে,
না তুললে ক্ষতি নেই-সরকারের ভাঁড়ারে বাড়বে-
দেশ চালানোর খরচ, নেতারা বাঁচবে দুধে ভাতে।
আসল কথা–তুমি ধনী নয় দরিদ্রও নয়-
তোমরা রাজনীতির ভাষা সংগ্রামের হাতিয়ার,
কেউ পাবে কেউ পাবে না-এটা মাথা গুনতির হিসেব।
দারিদ্র কোথায়! আমি তুমি কুরূক্ষেত্রের শিখন্ডী
সব দলেরই দরকার ভোট-যুদ্ধে
দরিদ্র কাপুরুষ।