সুখে তোমায় দেখতে-ভয় লাগে
দারিদ্রের দুর্দশায় অন্তরের প্রতিমায়
তোমাকে চিনেছি আপন হৃদয়ে।


রাজা যাবে আর আসবে
রাজত্ব রয়ে যাবে চিরকাল,
ভাঙছ গড়ছ ইচ্ছা সুখ
সুখের আয়নায় দেখছ মুখ,
কাল হবে ঝড় গ্রামে অনাবৃষ্টি
তুমি রবে রাজপ্রাসাদে
পথে ঘাটে মাঠে ময়দানে
দারিদ্র আমার বদনাম অপমান
সাক্ষী হয়ে রাখব ধরে দীনের কৃষ্টি।


একদা ছিলাম মুখোমুখি অনাথ
ভুলে গেছো সেদিনের ঘর ভাঙ্গা বন্যা-
আজ তুমি ভাগ্যের চুড়ায়
অমি হতাশের দলে পরিপূর্ণ
সুখ দেখি দারিদ্রের লবণে জীর্ন।
প্রকৃতির কোলে দুজনার বিধান
হোল বিপরীতমুখি স্বর্গের দুই দ্বার-
আমি শুধু দেখি শোষণের গর্জন
তোমার হাতে শোষণের হাতিয়ার।


একই গাছের দু-স্বাদের ফল
তুমি আমি মানুষ হয়েও এ ভবে
বিধাতার বল করেছি নিষ্ফল,
তুমি করছ চুরি দীনের সম্পদ
হেলায় গড়ছ রাজার ইমারত
আমার ছোট রিক্সা একতালা বাড়ী
তলিয়ে গেছে ভয়াল নদী বক্ষে
সে দৃশ্য আজো ভাসে দুঃস্বপ্নের চক্ষে।


সেদিনের অনাথ আজ ত্রাতার বেশে
চেনা গ্রামে সব ক্ষয়ানো প্রজার দেশে
তোমার দেখেছি দয়াহীন করুণা,
আমাকে দেখে ফিরায়েছ মুখ দম্ভে
দেখেছ আমার বাস গরীবের সঙ্গে
জুটেনি ভাগ্যে ত্রানের ছিটে কণা।
লুঠ হচ্ছে আশ্রয়হীনের বাঁচার ভাগ্য
দাতাদের দৌলতে দীনের অশ্রু
মিশছে মাটিতে বাড়াতে ধনের রাজ্য।


ভালো থেকো নিজেকে রেখো ভালো
চাইনি দেখতে তোমার রাজত্বের আলো
ঘুচে যেন তোমার দুর্শশার কালো,
চাইনে সঙ্গী হতে সেদিনের রাত
আমারই মতো পেয়েছিলে গুড় চিড়ে
দেখেও দেখোনি - ধনীর অভিশাপ
হারিয়ছো মোরে শত গরীবের ভিড়ে ।
তবু বলি-ভালো থেকো নেশায় পেশায়
দৃঢ় করো স্বপ্নমাখা ধনী হওয়ার অভিযান,
সেদিনের কথা ভেবো না আমাকে পাবে না
বিধাতার ভালোবাসা কীসে-দারিদ্রের বিষে
আমি ভালো আছি সর্বহারার সাথে
বুকে বেঁধে দারিদ্রের অভিমান।