এবার ছাড়ো
আর কী দেব তোমাদের!
কী উপকারে আমার সংগ্রাম!
দিচ্ছি কোথায় শুধুই নিচ্ছি।


সবাই বলে- ঘর বাড়ি সম্পদ
বস্তু সব - সবাই মায়ায় বাঁধা
মানুষের মাঝে মানুষ ভালোবাসো
শেষ জীবনের পুণ্য হবে ধন্য
জীবন কর দান হবে মহান।


এবার ছাড়ো
আর কী নেবে উলঙ্গ করে
দেহ ছেড়ে মনকে মেরে
জ্ঞানের সীমা উজাড় করে
আর কী আছে নীল আকাশে
তোমরা নেবে মেঘ তাড়িয়ে
প্রাণ নেবে জীবনটারও
এবার ছাড়ো।


অনেক হয়েছে জীবনে
আর কম বেশি চাইনে
মেঘহীন আকাশে বৃষ্টি চাও
পারোতো বিষ দিতে পারো
নচেৎ ছাড়ো- আর নয়
এবার ছাড়ো।