এখনো
এখনো হারিয়ে যায় নি
শহরের ফ্যাকাশে ধূসর চাদর ঢাকা
আধো-নীল আকাশের নিচে
সরু গলির ধারে সস্তার দোকানে
কেনা-বেচার ভিড়ে
তোমার দেয়া এই প্রাণ-
আমার গ্রাম্য মনের স্মৃতি ।


গ্রামের আল ভাঙ্গা রাস্তায়
বাবলার ডালে স্যাওড়ার ঝোপে
চড়ুই শালিকের মাতামাতির গান.
মাঠের কোনে জলহীন ডোবার
মাঝখানে ত্রিকোণে শায়িত বাঁশে
নীলকণ্ঠী পাখির একাগ্র চোখ
আমাকে ভাবায় জীবনের অর্থ ।
শহরের সকাল-সন্ধ্যার কুয়াশার
বাস-ট্রামের দুরন্ত বেদনার ঘানিতে
এখনো জীবিত –হারিয়ে যায়নি
সেদিনের কিশোর মন ।


শহরে যৌবন দেখেছে অনেক
দল বেঁধেছে ইচ্ছার সাগর -
কামনা-বাসনার দু-কুলে
অনেক পাবার অনেক হারাবার,
শত আশার রঙ্গীন ফানুস
আমাকে করেছে বঞ্চনার দাস ।
লোহা-পাথর ঘেরা বধির হৃদয়
এখনো তবু
নিত্ত নূতন সুপ্ত ইতিহাসে
সভ্যতার লুকানো কারাবাসে
যায়নি হারিয়ে বিক্ষত যুবকের বুকে
অভিমানে ফোলা কিশোরীর
হতবাক আদরের সেই ডাক
এখনো বেঁচে অক্ষত গ্রাম্য হৃদয়ে ।