দুঃখ ভুলে যাই
নির্বাচনের দু -তিন মাস,
উপকারের বরণডালা ঠাসা
প্রতিশ্রুতির পোষ্টার ফেষ্টুনে
হৃদয়ে জেগেছে বাঁচার আশা।


ক্ষুধার পেটে হজমের সুড়সুড়ি-
গরীবের ঘরে পাকা ছাদ
অন্ধকারাচ্ছন্ন ঘুপচি ঘরে
স্বপ্ন মাখা পূর্ণিমার আলো
ভুলিয়ে দেয় বৎসর-ব‍্যাপি যন্ত্রণা,
কিছু দিনের মতো ভালো থাকি
প্রতিশ্রুতির বটিকার সুগন্ধ বুকে স্থির
শান্তিতে হয়ে যায়- ভালো থাকা।


আর কী চাই!
গরীবের ঘরে এর বেশি সুখ
কুকুরের পেটে ঘি-ভাত,
এসো নির্বাচন আবার এসো
বেশ ভালো থাকি কিছু দিন
কিছু পাবার আশা বুকে থাকে বাঁধা
দেবতার আশীর্বাদ-ধনীর পাতা ফাঁদ
গরীবের ভালো থাকা।



বর্ধমান
২৫/০৪/২০২১