আবার নির্জনে দেখা হবে দুজনাতে
যদি থাকি বেঁচে লকডাউন শেষে
কঠিণ তপস্যায় তোমাকে পেতে-
ঘরের কোণে একা দিনে রাতে
যদি থাকি বেঁচে সত্যিই ধরাতে।


দুঃসহ জীবন অলস কারখানা
কর্মহীন মানব জীবন ধূসরে আলো
মৃত্যুকে ভালোবেসে আছে ভালো
পথে হাঁটা পরিযায়ীর ধরাশায়ী জীবন
অজানা পথকেই করেছে আপনজন।


মৃত্যুকে ভুলে পথ চলা অবিরত
ঘরের মাটিতে বাঁধা ভালোবাসার টান
পা-দুটোর পেটে অনাহারের অভিমান
পথেই চুকিয়ে দেওয়া জীবনের সাধ
হাঁটাই ভুলিয়ে দেয় মৃত্যুর অবসাদ।


পথহীন দিশাহীন লকডাউনের গান
যবে করবে শেষ মৃত্যু-ভীত দেশ
যুদ্ধের বিরতিতে হবে ভাব-শুন্য লেশ
আমি আবারো কাঁদব তোমায় পেতে
কোন এক রাতে দেখা হবে দুজনাতে
লকডাউন শেষে যদি থাকি বেঁচে।