সবাই যুদ্ধ করেই বেঁচে আছে
দেশ সমাজ ব্যাক্তি রাজনীতি,
পৃথিবীর সব যাযাবর সর্বত্র
সবাই জীবন পথের সহযাত্রী।


এপার ওপারে এ পৃথিবীর খেলা
সব প্রাণের যাওয়া আসা নিয়ে
সদাই খেলছ আনমনে একেলা,
কোথায় কী হবে কী রবে এ ভবে
অজানা সব তবু জানাও কলরবে
জীবন-মৃত্যুর মাঝখানে সারাবেলা।


সবার বাঁঢার লড়াই এ বিশ্বমাঝে
মরমে মরেও মরছি মৃত্যু ভয়ে
করোণাও বাঁচতে চায় মৃত্যুঞ্জয়ে,
কে দেবে সূচগ্র মেদিনী এ বিশ্ব পরে
সভ্যতার ঝগড়া মাথা কুঁড়ে মরে
বিজ্ঞানীরা বেঁচে রয় জয়ে অথবা ভয়ে।


জগৎ বনাম জগতের অধিবাসী
প্রণাম তোমায় হে জগদীশ্বর!
প্রকৃতির প্রাণ ও তার দেওয়া দান
কেবা হবে দাসি কেবা পাবে ফাঁসি।