পৃথিবীর বিজ্ঞানীরাই পরীক্ষায় ফেল
লকডাউনের তাবিজ বেঁধে দেশে দেশে
বিশ্বে আকন্ঠ উদ্বেগের বিষ নিয়ে
সারা বিশ্বের বিজ্ঞান নিরুপায়।


প্রতিষেধক নতজানু আবিষ্কার কক্ষে
অমানবিক ব্যবসার মেলা বিশ্ব জুড়ে-
কে করবে জয় বিশ্ব-বাজার
সেবার নামে মৃত্যুর মিছিলে কোন দেশ
টিকার হাত ধরে জীবনকে দেবে মন্ত্র।


তোমার চরিত্রের খোঁজে দশ মাস
বিজ্ঞানীরা বেসামাল গবেষণাগারের অতলে
জীবনের মুক্ত মহামারীর সাগরে এখনো অনিশ্চিত,
মৃত্যুকে পিছনে ফেলে হাঁটতে হবে জীবনের পথে।


ক্ষতি কী !
যদি বিষের ছোবলে আহত এ জীবন-সভ্যতা
হারিয়ে যায় প্রাচীন সভ্যতার মতো বিস্মৃতির গর্ভে,
আবার নূতন আকাশ বাতাস চন্দ্র সূর্য্যের দেশে
জাগবে অচেনা স্বপ্নের ধরণী –
স্বপ্নময়ী করুণাময়ী সভ্যতার হৃদয়
পৃথিবীর নব আঁচলের স্বপ্নালী ছোঁয়ায়।


সময়ের মহেন্দ্রক্ষণ -তুমি মহা-সময়!
আনন্দ করো স্বপ্নের মহা-ভূবনে,
নব জীবন আর সভ্যতা শতাব্দীর চেনা মিছিলে
তোমাকে জানাই পৃথিবীর শ্রেষ্ঠ নমষ্কার
যারা চাচ্ছে বাঁচতে পারছে না- তারা তোমার পিছনে
আলিঙ্গনের মালা হাতে মহামড়কের শেষে।