নূতনের নব-হাত ছানি
নব বর্ষের নব দিনে বাজে
জীবনের গোপন বাণী -
ভুলে যাওয়া অতীত মাঝে
হারাণো অনেক স্মৃতি
ডুবেও ডুবে না হৃদয়ে
পশ্চাতে রাখা মলিন গ্লানী।


নূতন প্রভাতের আলো
মনের আকাশে ফেলে গেলো
অচেনা আশা নূতন ভালোবাসা,
নব-পথে হাঁটা নুপূরের ধ্বণী
হৃদয়ের মেঘে বসে যেন
চেনা কোন বধু একাকিনী
নীলাকাশের মালা আপন মনে
গেঁথে চলে নব-অরণ্যের অন্বেষণে
নব পৃথিবীর নব রূপে আঁকা
নব-সংগীতে বাধা নবীন ভাষা ।


নব দিনের নব-অতিথি, হে নূতন!
নব-প্রেমে রেখে যাও ভালোবাসার আহ্বান
ঘৃণার সারথী যেন হিংসার পথ রুদ্ধ করে
মানবতার নাড়ীতে বিবেকের ধমনীতে
প্রেম-যুদ্ধের শঙ্খ-নিনাদ মানবে মানবে
স্পন্দিত করে বিশ্ব-প্রেমের জয়গান ।


হে নব-বর্ষ, পুরাতনের উৎকর্ষ
বিভেদে বাঁধো নব মিলনের তান
কথা বলো হে নূতন! নব-বর্ষ
যেন তোমাতেই দেখি মিলনের হর্ষ ।


বরানগর  ৩১৴০৫৴২০১৮