ঘামের বা রক্তের পরিমাপ
তখনো হয়নি-যুদ্ধ থামিয়ে
নমষ্কার সারতে হোল
ন্যায়-অন্যায়ের আপোষকে ।


অভিযান অথবা মিছিলে নয়
প্রতিবাদ কাঁদতে পারেনি প্রানখুলে,
ভয়ে-বুলেটের সমুদ্রে
নমষ্কার সারতে হোল
বিচার রয়ে গেল থমকে
সময়ের মাঝখানে ।


গ্রাস তো ছিঁনিয়ে নেয়নি
অথবা ডাকাতি রাজার ঘরে,
না বুঝে -সম্মান কাকে বলে!
আইনের শিকলে তাই
নমষ্কার সারতে হোল
আর একটা জীবনকে
বন্ধক রেখে জেলখানায় ।

শুরুতেই জীবনের শেষ-
হাঁটা বন্ধ সব দিকেই,
বিভ্রান্তি শুধু বাঁচার প্রশ্নে
থামার আগেই সংগ্রামের মৃত্যু ।
তীর্থের মতো কোথাও কোথাও
অচেনা জীবনের নূতন-ভোর!
গ্রামের পধ-ঘাট শহরের ফুটপাথ
কুর্ণিশ করে আজো মোমবাতি হাতে
ধন্য হতে এই ধরণীতে –
তাই হে মহাজীবন!
তোমাকেই শেষ নমষ্কার