আমি তো তোমার চোখে
কখনো দেখিনি অবিশ্বাস,
তবে কেন প্রশ্ন অবান্তর
এক দশক পরে কৃতদারের?
মাঝে একটা যুগের বোঝাপড়া
সন্দেহের কফিনে চলে যাবে-
তোমার এই বিবেচনার মোহে।


আমরা দুজনেও দেখেছি অনেক
নদী সাগর পাহাড় ঝর্ণা
সুদূর নীলাকাশ ঘেরা প্রান্তর
গ্রাম-ঘেরা সবুজ বনাঞ্চল-
হয়নি মনের কোন কানাকানি
এক যুগ ধরে আছি পাশাপাশি
আকাশে ভাসেনি মেঘের দীর্ঘশ্বাস
বাতাস শোনেনি অবিশ্বাসের বাণী।


আজ কী মোহের হাতছানি
তোমাকে করল বিমনা বিমুখ!
আকাশ তো নীলই আছে-
সঙ্গে কয়েক টুকরো সাদা মেঘ।
বাতাস কি বইছে না আজ?
কেন অঘটন তোমার মনের আকাশে-
বিনা মেঘে সেথায় কেন এত বজ্রাঘাত
যুদ্ধহীন রনক্ষেত্রে অস্ত্রের আস্ফালন?


প্রশ্ন করো হাজার-সে নয় অপরাধ,
ঘৃণায় আমাকে সরিয়ে রাখো দূরে
ক্রোধের কুঠারে মৃত্যু দাও উপহার,
অবিশ্বাসের হলাহল ঢেলো না কানে
মৃত্যুর চেয়ে কঠিণ সাজা - অপমান
না বুঝে তাকে বেঁধো না ভুলের মাশুলে
আমাতে বিস্মৃত  আপন সন্দিহানে-
আমাদের ভালোবাসা নিরুত্তর অভিমানে।