দেশের মাটি রক্তে যেন না হয় লাল
বিনা দোষে যৌবন যেন না যায় ঝরে,
অকালে জীবন যেন না পায় শহীদের মালা
মৃত্যুর যেন না হয় সাক্ষাৎ শ্মশান-কবরে
ধুয়ে মুছে দিতে আনন্দ-দুঃখের জ্বালা।


শান্তির কথা সান্ত্বনা জানে
আলাপের কথা যুদ্ধ মানে,
তবে কেন দ্বন্দ পুষে রাখা -
মিথ্যার চাতুরিতে সত্য ঢাকা!
ও যে রাস্তায় পড়ে থাকা বারুদের রাশ
একদিন সব ছেড়ে ছোঁবে আকাশ।


শান্তি হোক সভ্যতার বাণী
আলাপের দূত ভালোবাসার রাণী
জীবন হোক পৃথিবীর পথিক
দ্বেষের কন্ঠে ঝুলুক শান্তির প্রতীক,
দেশভূমি হোক বিশ্বের পান্থশালা
বিশ্বের দরজায় আমরা অতিথি সবাই
মানব-প্রেম হোক বিশ্বের পঠশালা।
চলো না ফিরিয়ে দিই হিংসা-দ্বেষের ঘৃণা
হৃদয়ে সদাই বাজুক নব-বিশ্বের বীণা।