ভালোবেসেও এখনো ভয়!
হারলে দুজনেই চাই যুক্তি -
শত পা পিছানো ছাড়া
মিষ্টি প্রেমের নেই মুক্তি।


ব্যঙ্গ কটাক্ষ কেড়েছে অধিকার-
মানুষকে মানুষের ভালোবাসার
প্রেম আছে সাহস নেই দাঁড়াবার!
দুজনাই চাই প্রেম-শুধু নেই ভক্তি
তাই ভালোবেসেও এতো ভয়
হারলে দুজনেই চাই মুক্তি!


প্রেমের মঞ্চে এখনো আত্মহত্যা
সমাজের ভীতুরাই তার প্রবক্তা,
প্রেম জীবনের প্রথম আয়না
ঘৃণা শিশুর অন্যায় বায়না ।
সমাজের সম্মান বড় মাননীয়-
মানবের প্রেম মূল্যহীন দানবীয়
প্রেম আছে-নেই তার জেতার শক্তি
ভালোবেসেও কেন অশান্তির ভয়
সামাজিক চেঁচামেচি লোক-চক্ষুর জয়
হারা থেকে বাঁচতে দুজনেই চাই যুক্তি!
শত পা পিছানো ছাড়া
মিষ্টি প্রেমের নেই মুক্তি।


সমাজ যতই তুলুক যুক্তি
ভয়হীন ছাড়া প্রেমের নেই মুক্তি ।