সেই  দিন তো . . . .
একদিন আসবেই।
যতই তুমি বা আমি মনে করতে না চাই
সে ত্রিকাল নিয়ে তোমার আমার মাঝখানে
অদ্ভুত আবেশে অন্তরীণ একদিন হবেই।


সেই দিন তো .....
একদিন এক সময় অনাহূত হয়ে
উল্লাসে ফেটে উঠবে আমাদের অন্তরে,
নিছক মৃত্যুর মতো অকস্মাৎ
সবাইকে অবাক করে- যখন সে আর ফিরবে না।


সেই দিন তো.....
একদিন আসবেই অকস্মাৎ
যা কোনোদিনই কল্পনাতে ছিল না
চোখের সামনে অবতারের মতো
বোধের চোখকে ফাঁকি দিয়ে কাঁদিয়ে চলে যাবে।


সেই দিন তো ......
একদা একেলা আসবেই
সান্ত্বনা অথবা শান্তির বাণী অযথাই নীরব রবে
মুগ্ধতায় হারাবো তার আগমণের বার্তা
অশ্রু ভেজা চোখে দেখবে সে নিতান্ত অবহেলায়।
সেই দিন তো ......
তুমি আসবেই না কথা ছিল
বিনা আমন্ত্রণে আমার অনাচ্ছিকৃত আগমণ
হারাবার ভয়ে বহু পুরানো প্রতিশ্রুতির কথা
তুমি ভুলতে চাও আমাকে শাস্তি দিতে।


সেই দিন তো ….
তুমি আর কখনোই চাইবে না
ও আসুক আলো করে দশদিক
তোমার অনিচ্ছার আকাশে উজ্বল তারা হয়ে
কেবলমাত্র আমার অস্তিত্বকে অস্বীকার করতে।
সেই দিন তো ….
আমিও আর চাইবো না তুমি জানো
ইচ্ছা অনিচ্ছার আকর্ষণ নেই-আগ্রহহীন
তার অমোঘ বেদনায় আমরা আহত হবো
নির্মম বি্স্মৃতির তাড়নায় আমরা হবো নিঃস্ব।
সেই দিন তো …..
আমি ও তুমি একবার অন্ততঃ
শত চেষ্টা করেও কিছু বলতে এগিয়ে আসবো না
আমাদের নির্মম সত্যকে মুখোমুখি বসিয়ে স্পর্ধা দেখাতে
উন্মুখ হবো বিশ্বাস অবিশ্বাসের সেই দিনকে ভালোবাসতে।


সেটাই বাস্তব -সেই দিন তো …..
একদিন আসবেই।