যদি প্রতিদিন কাক ডাকা ভোরে
এক কাপ কফি হাতে
আমি যদি আসি তোমার ঘুম ভাঙাতে!
তুমি কি ডাকে সাড়া দেবে?
নাকি বিরক্তে রেগে জ্বলে পুড়বে?


যদি কোনো মাঝরাতে
বেলকুনিতে ডাকি তারার আকাশ দেখতে
তুমি কি ডাকে সাড়া দেবে?
নাকি ঘুমেই পড়ে রবে?


যদি কোনোদিন বায়না ধরি
কোনো এক পূর্ণিমারাতে দু'জনে হাতে হাত রেখে
খোলা আকাশের নিচে তোমায় নিয়ে ঘুরতে যাবো!
তুমি কি সাথে যাবে?
নাকি অলসতায় পূর্ণিমা দেখা ভেস্তে দিবে?


যদি কোনো দিন ইচ্ছে করি
রাস্তার ধারের টংঘরে
আড্ডা দিবো মন ভরে!
তুমি কি সাথে যাবে?
নাকি উপহাসে ভাসিয়ে দেবে?


যদি কোনো দিন বলি
চলো যাই হুটখোলা রিক্সায় ঘুরি পুরো শহরের অলিগলি!
তুমি কি সাথেই যাবে?
নাকি ফেলে যাবে রুচিহীন বলে?


যদি বলি চলো একদিন
পুরনো দিনের সেই মেলায় যাবো,
ঘুরবো দেখবো বিরামহীন!
তবে কি তুমি ঘুরবে সাথে, না করে মন রক্তিম?
নাকি বিরক্তির সুরে বলবে ন্যাকামি ছাড়বে প্রতিদিন?


যদি কোনো দিন বলি,
তোমার আমি প্রেম প্রত্যাশী,
যদি প্রেম দাও তবে বলবো ভালোবাসি।
তবে কি তুমি হবে প্রেম বিলাসী?
নাকি ঢঙে বলবে হেসে,
লাভ নেই ভালোবেসে!
প্রেম দেবো না, থাকো উপবাসে।