উড়াল মেঘের সাথী হয়ে
জীবনের স্বপ্ন উড়ে গেছে ।


এখন বড় জটিল জীবনের ভার
আমি আর এই আমার পথ চলা
জীবনের ভাবনা আজ অরণ্যের নির্বাসনে।


কিছু লক্ষ্য ছিলো , ছিলো কিছু স্বপ্নঘেরা বাসনা-
একটা প্রশ্নময় জীবনের ঘানি বিরামহীন
ভুলের মাশুল দিয়েছে বারবার দিকভ্রান্তের পথে ,
যে পথ লক্ষভ্রষ্ট গন্তব্যের দিকে ইঙ্গিত করে ।


জড়তাহীন নির্বিঘ্ন সুন্দর প্রত্যয়ের প্রত্যাশায়
সাজাতে চেয়েছিলাম মনের মতো করে -
আজ সেই আশা শুধুই কল্পনার ফানুস হয়ে আকাশে উড়ে,
হৃদয়ের যত প্রেম , যত ভালোবাসা ।


সবই আজ আমার ভাবনার ছেঁড়া জালে ।