জমেছে মনের ভেতর যা, ভরাবে সহশ্র মেলবক্ম
খুলোনা মনের দরজা, খামোকা ভরিয়ে ফেলবো!


তোমাকে বলার থাকে যা, ই মেলে লিখিনা এখন,
লিখে রোজ হাওয়ার ঠিকানা উড়ালে তুমি তা দেখ?


এ হাওয়া তোমার বাড়ি যায়, তোমাকে আলতো ছোঁয়, চুল
ওড়ে যে বাতাসে তার গা'য়  তোমারি পুরোনো মইদুল,


পরই তো.. পরম দুবিধায় তোমাকে আলতো করে ছোঁয়
হাওয়া দের এইতো সুবিধা৷ তুমি আজ হলুদ পরেছ!


হলুদে তোমায় মানায় খুব, যেরকম হলুদ ধানের শিশ
যেন এক জাপানী হাইকু তোমাকে শোনাচ্ছি ফিসফিস


শুনেছ.. কখনো ওই তাল, যে তালে কাঁপছিল অন্দর
পাইনি, রেখেছ কই তা? তোমার ওই রূপোলি গন্ধ৷


শীত এলে গাছের যেমন হয়, আমারো জমছে কথার স্তুপ
দুএকটা তোমার দিকে ব'য়৷ পড় না? আচ্ছা তথাস্তু!


জমেছে মনের ভেতর মেঘ, তুমি তার হদিস না রেখো
তবু রোজ কাজে ও কর্মে.. ক্রমশ ক্লান্তি বাড়ে গো৷