বিকেলের পড়ন্ত রোদ্দুরে..
ইতিহাস থাকুক বরং দুরেই,
কোনো দিন দেখব মরম খুঁড়ে,
ওখানে জল ছিল কি কোনো?


দূরে যা দেখাচ্ছিল তোকে,
তা ঠিকই তোর মত চকচকে,
পিপাসা একটু হলেও সখের,
বাকি সব বালির মত ঘন৷


যা কিছু ছায়া প্রতিচ্ছায়া,
তার আমার স্মৃৃৃৃতির ভিতর কায়া,
লবনের আলতো ছিটা ঘা'য়.. আর
যা কিছু অতীতের পৃৃৃথিবী


যেখানে দেহে জলের কমি,
অনর্থক পাচ্য স্মৃৃৃৃতির বমি,
আসলে সব কিছু তোর ভ্রমই৷
ফিরে দেখ সবই বালির ঢিবি৷


স্মৃৃৃৃতিরা রস হারানো ছাবা,
সারাদিন তোকে খোঁজায় খাবার,
খুঁজে দেখ! পেলি না? খোঁজ আবার!
যেন তুই স্মৃৃতির কেনা কুলি


হৃৃৃৃদয়ের ফালতু এক আবেগে
আজো তুই মরুর ভিতর জেগে
দে দেখি..কামান মাথায় দেগে,
পরে থাক বালিতে হাড় খুলি!