একটা ছোট ঘর বানাবো
ছোট্ট নদীর ধারে,
পাশ দিয়ে তার বইবে নদী
কাশ বন দুই পারে৷


একটু দুরে পাহারটাকে
আবছা যাবে দেখা
আকাশটাতে নক্শা করে
আঁকবে মেঘের রেখা৷


সকাল বিকেল রাজহাঁসেরা
খেলবে আঙ্গন জুরে,
পাখিরা সব কোরাস করে
গান শোনাবে সুরে৷


হরেক রং এর ফুলেরা সব
ফুটবে সারা মাস,
বনের হরিণ নিয়ম করে
আসবে খেতে ঘাস৷



ছোট্ট সোনার ঘর আমাদের
ছোট্ট বনের ধারে,
কাঠ কেটে রোজ আনবো আমি
তুমি দাড়িয়ে থাকবে দ্বারে৷


ছোট্ট সোনার ঘর আমাদের
স্বপ্ন দিয়ে গড়া
আমরা দুজন চীর নতুন
থাকবে নাকো জরা৷


ছোট্ট ঘরে থাকবে আলো
দিনে কিংবা রাতে-
ভিনদেশী তারা তুমি
থাকবে আমার সাথে???
.....................................................


আামার প্রথম কবিতা.. কিছুদিন আগে একটা সোসাল নেটওয়ার্কিং সাইটে একজনকে প্রপোজ করতে গিয়ে লেখা..তার ইনবক্স থেকেই কপি করে দিলাম৷
ভাবনার গভীরতা নেই তবে হৃদয়ের অনেক গভীর থেকে উঠে এসেছিল..
পড়ার জন্য ধন্যবাদ..
দিন শুভহোক