পরশু রাজা—আজ রাজাকে— কাল রাজাকে পথ দেখায়
নাটক সবি একই থাকে চরিত্ররা বদলে যায়৷
একই পিশাচ রঙ বদলায়, রাস্তা টাতো চক্রাকার,
তোমার শুধু কাজটা হল  মুখ কান আর চোখ ঢাকা৷
টম ডিক আর হ্যারির মিলে তোমার  আছে মিশ্র রোল
কাজটা তোমার ঠিক করে যাও নাটক হবে খুব সফল৷


দিন দুপুরে নাকের ডগায় ঠুংরি তালে ভূত নাচে
ঘুমের বড়ি শান্তনা দেয় ঘুম না আসার উৎপাতে৷
শান্তি প্রিয় সিটিজেনের এসব ভেবে কাজটা কি?
পিঠে মাথায় কোলে বুকে ইচ্ছে মতো পাশবালিশ!
দুরে থেকেই সেল্ফি তুলি —ঐ ক্ষমতার সিংহদ্বার,
কাছে যাবো? পাগল নাকি!.. একটা মাত্র শিরদাড়া৷
রক্ষে পেলেই চাঁদ পেয়ে যাই, কি দরকার মোক্ষলাভ?
অপেক্ষাতো তারই .. কবে বন্ধ হবে চোখ দুটা..