১.
তোর কাছে জাস্ট ফটোগ্রাফার আমি,,
ভাত ছেটালে আমার মতো অঢেল..


আমার চোখে তুইও তো নায়িকা নোস-
just another professional MODEL



২.
অনেকখানি দূরে..
তুমি--------আমি
দুইকোনাতে...


মধ্যেখানে এখন বাসা বিশাল অপসূরের


৩.
অমন ভাবে হাসতে বোধয় কেউ পারে না,


সুন্দরীরা মুখ বাঁকিয়ে চেষ্টা করে অনেক সময়,


মিজো মেয়ে, তোমার হাসির কালবোশেখী, শোক গুদামের চাল ভেঙ্গে দেয়, তপ্ত মনে বৃষ্টি নামায়, শান্তি আনে..



৪.
লম্বা রবি পশ্চিমে যায়, কামাক্ষা টু বম্বে...
সামনে স্টেশন.. ডেস্টিনেশন.. এবার গতি কমবে৷



৫.
হয়তো সবই পাওনা ছিল..
হয়তো সবই অর্থবহ...
সবার আকাশ পূর্ণিমা চাঁদ
আমার একার চন্দ্রগ্রহন



৬.
উফ্ঃ ঝাকাস!!


ধরফর করে প্রাণ উরে যায়
বনবন করে মাথা ঘুরে যায়,
প্রাণপণ ভাবি দেখবোনা আর
উইপোকা হই.. পুড়তে আবার


কেন অমন করে তাকাস



৭.
জাস্ট বলিনি— জিজ্ঞাসা যা ছিল তোমার
গোমরা মুখে তাই তাকানো অন্যদিক
হাসলে তুমি কলকাতাটা তিলোত্তমা
গাল ফোলালে জন্নতও বিষন্ন দ্বীপ


নিভে না যায়! আবতো ইসে নিভানা হ্যায়
আলতো করে বাড়িয়ে দাও সলতেটা
তখন দেখো, মনকে মনই ঠিকানা দেয়
একটু এবার মিস্টি হাসো কলকাতা..



৮.
চাঁদ নেই! ব্যাস্ততা.. আকাশটা খালি রয়ে গেছে,
সন্ধা হিসেব রাখে, কত জল একা বয়ে গেছে..


৯.
দৃষ্টিটা স্থির ঈশান কোনে
তোমার চোখে আকাশনীল
আমি কেবল ফিরে ফিরেই
তোমার দিকে তাকাচ্ছি


শেষ বেলাতে ঝাট দিয়ে যে
সব তারাদের জমাচ্ছ
দুটো তারা আমার রেখো
আমার আকাশ তোমার চোখ..


১০.
লেখা
তুই পাল্টে গেছিস
টাইপে..
দেখা হয়
দুই চোখে না
একচোখা এক স্কাইপে..



১১.
শেষ বিকেলে
লালচে রঙএর
টিপটা পরে
যখন তুমি
নামলে জলে


আমার তখন
শূন্য হাতে
আয়ুর রেখায়
আগার দিকটা
যাচ্ছে গলে৷


১২.
দুলাইন ধরে ছুটছে জীবন-
বম্বে থেকে কামাক্ষা..
চিন্তা কিসের, পৌছে যাবি,
একটু বসে তামাক খা..