আলো হোক!
বলেনি তখনো কেউ..
চারিদিকে নিকষ আঁধার৷
স্বরেরা জংলি ছিল
বাকি ছিল পোষ মেনে
সুর করে বাঁধা৷
বেশী দিন আগে নয়
সৃষ্টির আগের বছরে
(এর পরে আলো হবে..
ভালো হবে,
মন্দও..
ব্রহ্মার প্যানোরমা
শুরু হবে পরে..)
ক্লাসিক্যাল নির্বাক সিনেমা না
তারো আগে—
শুধু-কালো যুগে


ধুমকেতু হয়ে ঘোরা
নিখাদ হুজুগে...


প্রথম আলো কে দেখা,
আলো না আলেয়া!
তিমির পাথারে যেন
স্নিগ্ধ সে খেয়া৷
মাটি বা পাথুরে না
সময়ের টিলাটার পাশে
সে যেন ভোরের আলো
হৃদয় আকাশে..
কে যেন পায়ের নিচে
রাস্তা বানিয়ে দিল
আমাকেও টেনে নিল
আলেয়ার দিকে৷


সময়ের হিমবাহে
সেই গলা শুরু..
গলে গলে বয়ে বয়ে নদী হলো,
পথ আরো বড় হলো,
বাতাসের ফিশফিশ
বয়ে চলো বয়ে চলো৷
বয়ে চলা থমকালো
পাতা শেষ সময় খাতাতে
শিহরন চমকালো
সব পথ ছাড়িয়েছি
আজ শেষে দাঁড়িয়েছি
সময়ের টিলার মাথাতে৷


তোমার পিছনে ছুটে
এত যুগ পার করা..
তুমিওতো থেমে নেই
যুগে যুগে চলছই
অবিরত আমার বিপরা৷
হাতছানি দিয়ে ডেকে
আসো আসো ..আসো..
আজ এত যুগ পরে
এত পথ পার করে
আকাশের বুকে শুয়ে
চাঁদ হয়ে হাসো!


আমার যা কিছু সব
চাওয়া পাওয়া গুলো
সবকিছু..
মরূ প্রান্তর জুড়ে
কালচে সে সময়ের
জল-মাটি-ধূলো..
শান্ত নিবিড় এক দীঘি গড়ে, তাতে
ভাসিয়ে দিলাম সব


কোনোদিন নেয়ে দেখো
পূর্ণিমা রাতে৷৷