মুখ জোড়া রূপো ঘাস ধার কমে যাওয়া করাতের
ব্যাটারীতে—সময়ের.. কয়লার পুরে যাওয়া চার্জ
স্মৃতির ডানায় চেপে আগুনের পাক খাওয়া ফের
ধূসর মথের মতো, সুসময় ছুঁ'তে চাওয়া কাজ৷


আমার শ্লথের গতি, সময়ের কি ভীষন থামা!
যে থামার জুড়ি নেই ভারতের-মহাভারতের
কর্ণের রথের চাকা, জীবনের রথ অশ্বত্থামার,
পরম শূণ্যের কাছে যেরকম থামা পারদের..


ভাঙ্গার শেষের দিকে দেখো ঠিক থেমে গেছে ক্ষয়
সময়ের বুড়ো মাসে পার্থিব তত্বরা খাটেনা
খরমুজা চাকুপে গিরে... বা করাতে সময়
আধপোড়া রূপোঘাস ভোঁতা দাঁত করাতে কাটে না৷


আমার নাড়িটা কাটি..বন্ধন ইহ জাগতিক..
ওঁনার সাহস আছে? তাহলে নতুন চাকু দিক!