মেঘবালিকা, হচ্ছে দেখা, তোমার বাড়ির বারান্দা-ছাদ
সিজন সিজন প্ল্যান করেছি প্ল্যান করেছি.. সবশেষে আজ
রাত্রি দুটোয়৷  কউন্টডাউন!.. সব রেডি কি? চাবির গাছা..
মার আঁচলের.. তোমার কাছে রেখেছো তো? বৃষ্টি যে আজ!


একসা ভিজে, কাঁপছি দেখ! কাঁপছি কারন.. বিপদ মানে—
নিজের হাতে খাল বানিয়ে শিকার হওয়া কুমির ডেরায়
কুমিরছানার প্রেমিক সাজা৷ কুমির বাপের দেবোদ্যানে
কবর হওয়া৷ অমর শহীদ! এমন সুযোগ প্রেমিক ফেরায়?


মেঘলা মেয়ে, বলছিলেনা— 'কঠিন হয়ে প্রাক-বরষায়
শরীর জমে', নরমও হয়? যেমন তোমার বহির্বাটির
নরম কাদা, শ্যাওলা পিছল৷ আপদকালীন তৎপরতায়
ভেজাই যদি নরম হবে কঠিন তোমার শরীর মাটি?


মেঘতনয়া, আজকে দুজন পরস্পরের এক্সিবিশন
সব খুলেদিই, সব বুঝে নিই আকর্ষনের মাহাত্বটা
ইচ্ছে আছে, সব ভরে নিই আধ জিবি হার্ট এক জিবি মন
যা কিছু এই শরীর দুটোয়, পাতায় পাতায় দেহত্ববাদ৷


মেঘ বিজলী, একটা ঝিলিক আলোক জ্বালো, দৃষ্টিগোচর
হোক চরাচর! আলোয় ভাসুক মুহূর্ত যা তিমির ছাওয়া!
মেঘলা মেয়ে, তোমার চুলের মেঘলা কোমল পশম টাওয়াল
বাঁধন খোল তোমার খোঁপার, বাঁধন খোল.. বৃষ্টি মোছ৷