যদি চাও কিছুটা সময়


এই সারা রাত দিয়ে দেবো,


যতক্ষন সকাল না হয়
যতক্ষনে নিজেকে হারাই
সময়ের রোদে পুড়ে যাই


পুড়ে গেলে রোদে বসে ভেবো,
...ইতিহাস.. কুয়াশার মত৷


তার পর বেলা বেড়ে এলে
পুরো মুছে গেলে রাত ছেলে,
তুলে রেখো, কি হলে কি হত৷


যা হয়েছে সেটা— আকাশ রঙিন
পাখি, তাতে ডানা মেলে দিও
নিদারুন খুশি হবে জেনে—
আলো বাড়ে, যত বাড়ে দিন,
খড়কুটো.. সুখ.. এনে এনে
ও সুখের বাসাটা ভরিও৷


সুখতৃপ্ত জীবনের পরে
পুনর্জনমের আশা বৃথা!


তবু যদি ফের ইচ্ছে করে..
কিছু দুঃখ বাকি রয়ে যায়,
মরন কে কাছে চায় দ্বিধা,
তবে এক রাত চেও বরে
অপদেব ডেকো প্রার্থনায়
চোখবুজে দুইহাত মেলে


হাত ধরে নেবে রাত ছেলে৷